মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১০ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অকাল বিদায়ে জ্বলছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে বাবর, রিজওয়ানরা। পাকিস্তান ক্রিকেটের আরও একটি খারাপ অধ্যায়। সবচেয়ে খারাপও বলা চলে। পাকিস্তানকে নিয়ে কোনওদিন ভবিষ্যদ্বাণী করা যায় না। তাঁদের ব্র্যান্ড অফ ক্রিকেট এমনই। দুর্দান্ত জয়ের পরের ম্যাচে বিশ্রী হার। একাধিকবার এমন হয়েছে। কিন্তু গত কয়েক বছরে সেই 'সারপ্রাইজ ফ্যাক্টর' উধাও। ২০১৭ সালে শেষবার বড় কোনও ট্রফি জেতে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দলকে ১৮০ রানে হারায়। তারপর থেকে ভারতের কাছে সব একদিনের ম্যাচেই হেরেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটব্যাকের পর শুধুই সমালোচনা চলছে। আগের দিন ওয়াসিম আক্রম জানিয়েছিলেন, পাকিস্তানের ক্রিকেটারদের শেখার এবং উন্নতি করার ইচ্ছা নেই। ২৪ ঘণ্টা কাটার আগেই বাবর, রিজওয়ানদের খাওয়া-দাওয়া নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন তারকা। ওয়াসিম আক্রম বলেন, 'আমার মনে হয় ওটা প্রথম বা দ্বিতীয় জল পানের বিরতি ছিল। পাকিস্তানের প্লেয়ারদের জন্য দুই প্লেট ভর্তি কলা ছিল। এত কলা তো বাদররাও খায় না। এটা ওদের খাবার। তখন যদি আমাদের অধিনায়ক ইমরান খান থাকত, এই নিয়ে আমাকে বকাবকি করত।' ম্যাচ পরবর্তী আলোচনার এমন বলেন আক্রম।
মান্ধাতা আমলের ক্রিকেট খেলার জন্য পাকিস্তান দলের তুলোধোনা করেন প্রাক্তন তারকা। বর্তমানে খেলার গতি দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু পাকিস্তান পড়ে রয়েছে সেই অতীতে। এই প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলেন, 'বড় পরিবর্তন দরকার। সাদা বলের ক্রিকেটে আমরা দীর্ঘদিন ধরে মান্ধাতা আমলের ক্রিকেট খেলছি। এটা বদলাতে হবে। তরুণ, ভয়ডরহীন ক্রিকেটারদের দলে দরকার। দলে পাঁচ-ছটা পরিবর্তন করার হলে হোক। পরের ছয় মাস হয়তো সব ম্যাচ হারবে। তাতে কোনও ক্ষতি নেই। তবে এখন থেকেই ২০২৬ টি-২০ বিশ্বকাপের দল গঠন করা উচিত।' আন্তর্জাতিক মঞ্চে বোলারদের নিয়মিত ব্যর্থতার সমালোচনা করেন আক্রম। তিনি বলেন, 'অনেক হয়েছে। তোমরাই ওদের তারকা বানিয়েছ। শেষ পাঁচটা একদিনের ম্যাচে পাকিস্তানের বোলাররা ২৪টা উইকেট পেয়েছে। গড় ৬০। যার অর্থ প্রতি ৬০ রানে ১ উইকেট। ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও আমাদের গড় খারাপ। যে ১৪ দল একদিনের ক্রিকেট খেলে, তাঁদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় তলার দিক থেকে দ্বিতীয় স্থানে।' পাকিস্তান ক্রিকেটের খোল-নলচে বদলে ফেলার ডাক দিলেন আক্রম।
নানান খবর

নানান খবর

পণ্ডিতকে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, কোচ বদলের পথে নাইটরা?

'আফ্রিদি উগ্রপন্থী'! প্রাক্তন পাক অধিনায়কের বিরুদ্ধে গর্জে উঠলেন তাঁরই প্রাক্তন সতীর্থ, দেশে-বিদেশে ধিক্কৃত আফ্রিদি

মাত্র তিন ঘণ্টা ঘুমোতেন মা, বাবা ছেড়ে দিয়েছিলেন কাজ, বৈভব-বিস্ফোরণ সিনেমাকেও হার মানায়

টি২০ মুম্বই লিগে আইকন ক্রিকেটার কারা? ঘোষণা করল এমসিএ

১৪ বছর বয়সে অন্যরা আইসক্রিম খায়, বৈভব 'সূর্য' হতে চায়

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে? শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া